আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ

ইসরাইলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ
গেলো শুক্রবার (১৯ এপ্রিল) ইরানের ইসফাহান শহরে ড্রোন হামলা চালায় ইসরাইল। তবে ইরান এই হামলার কথা অস্বীকার করে দাবি করছিলো তাদের কোথাও কোনো ক্ষতি হয়নি। তবে ওই হামলায় একটি বিমানঘাঁটিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি স্যাটেলাইটের প্রকাশিত কিছু দৃশ্য পাওয়া গেছে। রোববার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় এসব দৃশ্য ধারণ করা হয়। খবর- বিবিসি
SAR Images show the probable damage of a S-300 air defence system located at the north-western corner of the Shikari airbase, Iran.
SAR Images show the probable damage of a S-300 air defence system located at the north-western corner of the Shikari airbase, Iran.
দুটি দৃশ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। তাতে দেখা যায়, হামলায় ইসফাহানের ওই বিমানঘাঁটির একটি প্রতিরক্ষাব্যবস্থার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডারব্যবস্থা লক্ষ্য করে ইসরাইল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান।  

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলি | হামলায় | ইরানের | ক্ষয়ক্ষতির | ছবি | প্রকাশ