আন্তর্জাতিক

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সবাই নিহত

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সবাই নিহত
মালয়েশিয়ার মাঝ আকাশে নৌবাহিনীর ২টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদেনে বলা হয়েছে, স্থানীয় মিডিয়ার খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়। মালয়েলিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ বেঁচে নেই। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, ওই দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সকলেই নিহত হয়েছেন। হেলিকপ্টার দুটির মধ্যে এইচওএম এম৫০৩-৩ মডেলটিতে সাতজন ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে এটি বিধ্বস্ত হয়ে রানওয়েতে পড়েছে। এছাড়া ফেননেক এম৫০২-৬ মডেলের হেলিকপ্টারটিতে তিনজন ব্যক্তি ছিলেন। এটি বিধ্বস্ত হয়ে কাছাকাছি একটি সুইমিং পুলে পড়েছে। দেশটির ফায়ার এন্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের খবর পায়। এরই মধ্যে হেলিকপ্টার দুইটির সংঘর্ষের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নিহতদের পরিবারের প্রতি সংবেদনশীল হতে এবং তদন্তের খাতিরে ক্ষতিকর ভিডিও শেয়ার থেকে বিরত থাকতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে নৌবাহিনী।

এ সম্পর্কিত আরও পড়ুন মাঝ | আকাশে | ২ | হেলিকপ্টারের | মুখোমুখি | সংঘর্ষ | সবাই | নিহত