ক্যাম্পাস

যে কারণে বৃষ্টির জন্য নামাজের অনুমতি দিলো না ঢাবি প্রশাসন

যে কারণে বৃষ্টির জন্য নামাজের অনুমতি দিলো না ঢাবি প্রশাসন
সারাদেশে চলছে তীব্র তাপদাহ। আর তা থেকে মুক্তি পেতে ‘বৃষ্টির জন্য নামাজ’ বা ‘সালাতুল ইসতিসকা’র মাধ্যমে দোয়ার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী। তবে খোলা মাঠে তীব্র গরমের মধ্যে নামাজের অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৪ এপ্রিল) মুহসিন হলের মাঠে এ নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ বিষয়ে সালাতুল ইস্তিসকার আয়োজক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, আমরা তীব্র গরমে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে বৃষ্টি প্রাপ্তির জন্য ‘সালাতুল ইস্তিসকা’র আয়োজন করার ঘোষণা দিয়েছিলাম কিন্তু তখনও আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে অনুমতি নেইনি। পরে রাতে আমাকে সহকারী প্রক্টর স্যার কল দিয়ে বিশ্ববিদ্যালয় ক্লাবে ডেকে নেন এবং অনুমতি ছাড়া নামাজের ব্যবস্থার বিষয়ে জানতে চান। এ সময় আমরা স্যারকে বলি, স্যার আমরা যেহেতু আয়োজন করেই ফেলেছি আমাদের অনুমতি দেন প্লিজ। তবে অনুমতি ছাড়া এ আয়োজনের প্রচার করার জন্য স্যার আমাদেরকে অনুমতি দেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, চলমান তাপদাহের জন্য শিক্ষা কার্যক্রম অনলাইনে নেয়া হয়েছে যেন শিক্ষার্থীরা বাসায় থাকতে পারে। এটাই মূল কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে আমরা চাই ধর্মীয় বিষয়গুলো ধর্মীয় উপাসনালয়ে হোক। যেমন এটার জন্য প্রার্থনা করতে হলে আমাদের মসজিদ আছে। কেন্দ্রীয় মসজিদ আছে যেখানে আমাদের নিজস্ব ইমাম আছে। আমাদের প্রত্যকটা হলে মসজিদ আছে সেখানে করতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | বৃষ্টির | জন্য | নামাজের | অনুমতি | দিলো | ঢাবি | প্রশাসন