বিনোদন

‘ব্ল্যাক’ এর কনসার্টে সেই পুরোনো পঞ্চপাণ্ডব

‘ব্ল্যাক’ এর কনসার্টে সেই পুরোনো পঞ্চপাণ্ডব
‘এলআরবি , আর্ক , নগর বাউল’ব্যান্ড দলগুলো যখন সারা দেশ কাঁপাচ্ছে।ঠিক তখন হঠাৎ করে , নাম না জানা এক ব্যান্ডের অচেনা এক গায়কের একটা গান শুনে সবার বাহবা কুড়িয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলো। সেই অচেনা ব্যান্ড আর কেউ নয়, ১৯৯৯ সালে আত্মপ্রকাশ করা বাংলাদেশের অন্যতম রক ব্যান্ড ‘ব্ল্যাক’। ‘আমার পৃথিবী’; ‘এখনো’; ‘তুমি কি সারা দিবে’ এসব গান দিয়ে সারা ফেলে দেয় ‘ব্লাক’।বর্তমানে ব্যান্ডে জাহান ছাড়া আর কেউ ব্ল্যাকে নেই।তাদের মধ্যে কেউ দেশের বাইরে আছেন; ব্ল্যাক থেকে বেরিয়ে আলাদা ভাবে ক্যারিয়ার গড়েছেন। ২০০৫ সালের ১৮ এপ্রিল ঢাকার একটি মিলনায়তনে শেষবার দেখা গিয়েছিলো শূন্য দশকের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের সঙ্গে তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনির।এরপর ১৯ বছর কেটে গেছে। ব্ল্যাকের এই পাঁচ সদস্যকে আর একসঙ্গে পাওয়া যায়নি।এখনো তাদের গান, নাম ব্ল্যাকের পুরোনো অনুরাগীদের মুখে মুখে ফেরে।ব্যান্ড ছাড়লেও তাঁদের বন্ধুত্বটা এখনো অটুট আছে, ফলে একটা পুনর্মিলনী কনসার্ট হতেই পারে। আর এজন্যই আসছে ১০ মে, ২০২৪ ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে হাজির হবেন ব্ল্যাকের পুরানো সদস্যেরা। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জনটা ছড়িয়েছিল ; অবশেষে ‘ব্ল্যাক’ এর ভেরিভাইড  ফেইসবুক পেইজ থেকে একটি ভিডিওতে তেমনটাই ইঙ্গিতও দিয়েছিলেন তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনি। আসছে ১০মে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে হাজির হবেন তাহসান, জন কবির, জাহান, মিরাজ ও টনি।কনসার্টে অংশ নিতে কানাডা থেকে উড়েআসবেন টনি। বিষয়টি নিয়ে ব্যান্ডদলটির অন্যতম সদস্য জাহান গণমাধ্যমকে জানান, ‘বেশ কিছুদিন ধরেই ব্ল্যাকের পুরোনো লাইনআপ নিয়ে কনসার্টের পরিকল্পনা করছিলেন তারা।বিষয়টি নিয়ে তারা  আনন্দিত’। কনসার্টের খবরে অনেকে বলছেন, তাহসান, জন কবিররা ব্ল্যাকে একেবারেই ফিরছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্ল্যাকে তাদের ফেরার সম্ভাবনা নেই।শুধু এই কনসার্টে থাকবেন তারা’। এই কনসার্টে তাহসান, জন কবিরদের সঙ্গে ব্ল্যাকের বর্তমানের লাইনআপের সদস্যদেরও পরিবেশনা দেখা যাবে। ওই দিন ব্ল্যাকের বর্তমান লাইন আপের ‘সমান্তরাল’গানের ভিডিওচিত্র প্রকাশিত হবে।এই গানে তাহসান, জন কবিররা নেই।পাশাপাশি কনসার্টের দিন ব্ল্যাকের অফিশিয়াল ওয়েবসাইট ও উন্মুক্ত করা হবে। ১৯৯৯ সালে জন কবির, জাহান ও টনির হাত ধরে গঠিত হয় ব্যান্ডটি।পরে মিরাজও তাহসান যোগদেন।২০০২ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’ প্রকাশিত হয়।২০০৩ সালে আসে ‘উৎসবের পরে’। ২০০৫ সালে চট্টগ্রাম থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ব্ল্যাকের শব্দ প্রকৌশলী ইমরান আহমেদ চৌধুরী মবিন মারা যান। দুর্ঘটনায় আহত মিরাজকে আর ব্যান্ডে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ব্ল্যাকের কার্যক্রম অনেকটা স্তিমিত হয়ে পড়ে।২০০৮ সালে তৃতীয় অ্যালবাম  ‘আবার’প্রকাশের আগে ব্ল্যাক ছাড়েন তাহসান।২০১১ সালে প্রকাশিত ‘ব্ল্যাক’ অ্যালবামের লাইনআপে জন কবির, টনি ছিলেন। এরপর জন ও ব্ল্যাক ছেড়েছেন। টনি দেশের বাইরে। পুরোনো লাইন আপের মধ্যে এখন শুধু জাহান ব্ল্যাকে আছেন। ব্ল্যাকের বর্তমান লাইনআপে আছেন ঈশান হোসেন (ভোকালিস্ট), জাহান (লিডগিটারিস্ট), চার্লসফ্রান্সিস (বেজগিটারিস্ট), ফারহান তানভীর (ড্রামস ও পারকাশনস)। ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’কনসার্টে ব্ল্যাক ছাড়া ও অনি হাসান, ব্যান্ড রিকল, পপাই বাংলাদেশ, ফারুক ভাই প্রজেক্ট, ক্রিপটিক ফেইট সহ আর ও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশনার কথা রয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ব্ল্যাক | এর | কনসার্টে | পুরোনো | পঞ্চপাণ্ডব