বলিউড

দেড় দশক পর আবারও প্রধান নারী চরিত্রে প্রীতি

দেড় দশক পর আবারও প্রধান নারী চরিত্রে প্রীতি
ডিম্পেল কুইন খ্যত প্রীতি জিনতার নামের সাথে জড়িয়ে আছে চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও উদ্যোক্তা। হিন্দী চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা হিসেবে সুপরিচিত। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে ‘কাল হো না হো’, ‘কোই... মিল গয়া’, ‘বীর-জারা’, ‘সালাম নমস্তে’, কভি আলবিদা না কেহনা জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। তবে এখন আর সেভাবে তাকে দেখা যায় না অভিনয়ে। পরিবার ও ব্যবসা নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন এ অভিনেত্রী । এর মধ্যেই দীর্ঘ সময় পর আবারও লাইট ক্যামেরার সামনে দাঁড়ালেন প্রীতি। সিনেমার নাম ‘লাহোর ১৯৪৭’। খবর টাইমস অব ইন্ডিয়ার। ২০০৭ সালে ‘ঝুম বরাবর ঝুম’ সিনেমায় সর্বশেষ তাকে মূল চরিত্রে দেখা গিয়েছিল। এরপর আরো কিছু সিনেমায় অভিনয় করেছেন প্রীতি জিনতা, তবে সেগুলোতে অতিথি চরিত্রেই পাওয়া গেছে তাকে। প্রায় দেড় দশক পর আবারও প্রধান নারী চরিত্রে ফিরছেন বলিউডের মিষ্টি নায়িকা প্রীতি জিনতা। প্রসঙ্গত, আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’-এ সানি দেওলের বিপরীতে পর্দায় ফিরছেন তিনি। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। তিনিও অংশ নিয়েছেন। যার ছবিও প্রকাশ করেছেন পাঞ্জাব কিংসের এই মালিক। আমির খানের প্রোডাকশনের ব্যানারে তৈরি ‘লাহোর ১৯৪৭’-এর পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। প্রীতি ও সানি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল এবং মোনা সিং। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন দেড় | দশক | আবারও | প্রধান | নারী | চরিত্রে | প্রীতি