দেশজুড়ে

কলা চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

কলা চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে ছয়সূতি ইউনিয়নের কলাকূপা ও মধুয়াচর গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ মে) দুপুরে দেড় ঘণ্টা ধরে থেমে থেমে  এ দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে গণমাধ্যমকে জানান কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান। সারোয়ার জাহান বলেন, ‘কলার ছড়ি চুরির ঘটনাটি নিষ্পত্তির জন্য শনিবার দুপুরে সালিশে বসেছিলেন এ দুই গ্রামের লোকজন। এ সালিশে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কিন্তু এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, কলাকূপা গ্রামের একটি বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনায় মধুয়াচর গ্রামের কয়েকজনকে অভিযুক্ত করেন কলাকূপা গ্রামের লোকজন। এলাকার আধিপত্য নিয়ে পূর্ববিরোধ আর কলাবাগান থেকে ছড়ি চুরির ঘটনায় এ দুই গ্রামবাসীর মধ্যে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। বিষয়টি সমাধানে আজ সালিশ চলাকালে কথা কাটাকাটি থেকে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুগ্রামের শতশত মানুষ দেশীয় তৈরি অস্ত্র টেঁটা, এক কাটিয়া, হলঙ্গা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রসঙ্গত, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কলা | চুরির | ঘটনায় | দুই | গ্রামবাসীর | সংঘর্ষ | আহত | ২৫