আন্তর্জাতিক

অস্ত্রোপচারে কয়েদির পেট থেকে বের করা হলো মোবাইল

অস্ত্রোপচারে কয়েদির পেট থেকে বের করা হলো মোবাইল
দীর্ঘ ৭৫ মিনিট ধরে অপারেশনের মাধ্যমে এক কয়েদির পেট থেকে বের করা হলো একটি আস্ত মোবাইল ফোন। ভারতের কর্ণাটকের শিবমোগা কেন্দ্রীয় কারাগারে এক বন্দির সঙ্গে এমন ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খুনের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া ৩৮ বছরের পরশুরাম কোনো উপায়ে একটি মোবাইল ফোন জোগাড় করেন। পরে কারাগারের রুটিন তল্লাশির সময় কারারক্ষীদের থেকে বাঁচতে ফোনটিকে অন্য কোথায় লুকানোর বদলে গিলে ফেলেন এই কয়েদি। এ ঘটনার পর একমাস ধরে পরশুরাম প্রচন্ড পেট ব্যাথায় ভুগতে থাকলে তাকে গেলো ১ এপ্রিল বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা করলে ডাক্তারা  তার পেটে একটি মোবাইল দেখতে পায়। এর পরে ২৫ এপ্রিল অস্ত্রোপচারের মাধ্যমে সেই ফোন বের করা হয়। বর্তমানে পরশুরাম সুস্থ আছে বলে জানিয়েছেন ডাক্তার। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ত্রোপচারে | কয়েদির | পেট | বের | করা | হলো | মোবাইল