ধর্ম

৩৭ শতাংশ হজযাত্রী এখনো ভিসা পাননি

৩৭ শতাংশ হজযাত্রী এখনো ভিসা পাননি
হজযাত্রার জন্য ভিসা আবেদনের বর্ধিত সময় শেষ হচ্ছে আজ। এখনো ভিসা পাননি ৩৭ হতাংশ হজযাত্রী। এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। শনিবার (১১ মে) ভিসা না পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হজ তথ্য কেন্দ্র। হজ তথ্য কেন্দ্র জানায়, এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকের মধ্যে বাকি ভিসা প্রসেসিং কার্যক্রম শেষ করবেন তারা। ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফিলতি নয়, সৌদি কর্তৃপক্ষকে দায়ী করছে সংগঠনটি। প্রসঙ্গত, হজযাত্রার তৃতীয় দিনে ৮টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় ৩ হাজার ২০০ জনের বেশি হজ যাত্রী। এখন পর্যন্ত ১টি ফ্লাইট বাদে আর সবগুলো ফ্লাইট সময়মতো ঢাকা ছেড়ে গেছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ৩৭ | শতাংশ | হজযাত্রী | এখনো | ভিসা | পাননি