স্বাস্থ্য

প্রতি ১০ হাজার মানুষের বিপরীতে দেশে নার্স রয়েছে দুইজন

প্রতি ১০ হাজার মানুষের বিপরীতে দেশে নার্স রয়েছে দুইজন
সরকারি হাসপাতালে কর্মরত নার্সের সংখ্যা প্রায় ৪৫ হাজার।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদন্ড অনুযায়ী, প্রতি ১০ হাজার জনসংখ্যার বিপরীতে ২৩ জন নার্স থাকার কথা কিন্তু বাংলাদেশে এ সংখ্যা ২ জনেরও কম। রোববার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস- ২০২৪ উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর)এক  বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এসএনএসআর জানায়, বাংলাদেশে মোট ১ লাখ ৩৬ হাজার জন নিবন্ধিত চিকিৎসকের বিপরীতে রেজিস্টার্ড নার্স রয়েছেন মাত্র ৯৫ হাজার ১৬৮ জন। বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসকের অনুপাতে বর্তমানে নার্স থাকার কথা ৪ লাখ ১৪ হাজার। হিসেব অনুযায়ী দেশে নার্সের ঘাটতি বর্তমানে ৩ লাখ ১২ হাজার ৮৩২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার  গাইডলাইন অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে তিনজন রেজিস্টার্ড নার্স প্রয়োজন। নার্সদের এ সংগঠনটি জানায়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পেয়ে থাকলেও গেলো ৮ বছরে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ দৈনন্দিন খরচ কয়েকগুন বেড়েছে। কিন্তু তাঁদের আয় সে অনুযায়ী বাড়ে নি। এছাড়াও নার্সদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ করতে হলে যে পরিমান বাজেট দরকার তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সগঠনটি দাবি করে, বাংলাদেশের মোট বাজেটের ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেয়া হয়। এই স্বল্প বাজেটের মধ্যে নার্সদের ও নার্সিং সেবার মানোন্নয়নের জন্য অতি ক্ষুদ্র পরিমাণে ব্যায় করা হয়। বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও নার্সদের আর্থিক ও সামাজিকভাবে উপেক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এ বছর আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘OUR NURSES. OUR FUTURE. The Economic Power of Care’। এর আলোকে বাংলাদেশে প্রতিপাদ্য ‘আমাদের নার্স। আমাদের ভবিষৎ। সেবাই অর্থনৈতিক শক্তি’। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নানা আয়োজন দিবসটি পালিত হচ্ছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রতি | ১০ | হাজার | মানুষের | বিপরীতে | দেশে | নার্স | রয়েছে | দুইজন