ক্রিকেট

কার্স্টেন কবে থেকে দায়িত্ব পালন করবে, জানালো পিসিবি

কার্স্টেন কবে থেকে দায়িত্ব পালন করবে, জানালো পিসিবি
আগামী ১৯ মে থেকে কাজ শুরু হচ্ছে পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কার্স্টেনের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এটি জানিয়েছে। লিডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে এই দক্ষিণ আফ্রিকা কোচের নতুন দায়িত্ব। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে ৩ দিন সময় পাবেন কার্স্টেন। এরমধ্যে পরিচিত হয়ে নেবেন তারা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ২২ মে থেকে শুরু হচ্ছে সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের শেষ সিরিজ হবে এটি। যুক্তরাষ্ট্রের ডালাসে আগামী ৬ মে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দলটি। কার্স্টেনের সাথে পিসিবি জেসন গিলেস্পিকেও নিয়োগ দিয়েছে। সাবেক এই অজি ক্রিকেটার পাকিস্তানের লাল বলের সংস্করণে প্রধান কোচের ভূমিকা রাখবেন। শুধু তাই নয়, সাইমন হেলমটকে ফিল্ডিং কোচ এবং ডেভিড রেইডকে মেন্টাল পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। কার্স্টেন আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের কোচিং করানো বেশ মিস করতেন। যা জানিয়েছেন তিনি। খেলোয়াড়দের সাথে খুব কাছ থেকে কাজ করতে চান তিনি। পাশাপাশি ভক্ত-সমর্থকদের আনন্দে ভাসাতে চান।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন কার্স্টেন | কবে | দায়িত্ব | পালন | করবে | জানালো | পিসিবি