ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে তেজোদ্দীপ্ত থাকেন কোহলি, বললেন মিসবাহ

পাকিস্তানের বিপক্ষে তেজোদ্দীপ্ত থাকেন কোহলি, বললেন মিসবাহ
ভিরাট কোহলির মানসিক দৃঢ়তা নিয়ে নতুন করে কোনো প্রশ্ন নেই। দারুণভাবে নিজেকে ধরে রাখেন সবদিক থেকে। আর মাঠের ক্রিকেট, পাশাপাশি প্রতিপক্ষের উপর কৌশল আরোপ- সবকিছুই সূক্ষ্মভাবে করে থাকেন কোহলি। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক তেমনটিই জানালেন। পাকিস্তানের উপর কোহলিও যে একইভাবে দৃঢ়তা দেখান। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী জুন মাস থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে, তাই সাবেকরাও নানা আলোচনায় মজে উঠেছেন। ভারত ও পাকিস্তানের দ্বৈরথ পুরোনো। দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ বার, যার ৬ টি'তে জয় পেয়েছে পাকিস্তান। মিসবাহ বলেন, "খেলোয়াড়দের পেশিশক্তি আছে। এবং এটা তাদের মনে থাকে, যখন তারা প্রতিপক্ষের বিপক্ষে লড়তে যায় আর ভালো পারফর্ম করে। সেই ম্যাচগুলোতে আপনার ইম্প্যাক্ট সবসময় ভালো থাকে, পাশাপাশি এটা প্রতিপক্ষকেও ভোগায়। ভিরাট কোহলির সেই ব্যাপারটা রয়েছে, সে যেভাবে প্রতিপক্ষ দলের সাথে পারফর্ম করে এবং পাকিস্তানের সাথেও খুব গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছে।" সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলির দারুণ এক ইনিংস আছে পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৫৩ বলে ৮২ রানের এক অপরাজিত ইনিংস খেলেছেন। যে ইনিংসে ভর দিয়ে জয় পায় ভারত। মিসবাহ জানান, "পাকিস্তানের উপর কোহলি মানসিক দৃঢ়তা দেখিয়ে থাকেন। সে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় এমন মুহূর্তগুলোতে আরও বেশি আত্মবিশ্বাসী ও তেজোদ্দীপ্ত থাকেন।"   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | বিপক্ষে | তেজোদ্দীপ্ত | থাকেন | কোহলি | মিসবাহ