ক্রিকেট

পাকিস্তানের ভেতরের অবস্থা জানালেন আফ্রিদি

পাকিস্তানের ভেতরের অবস্থা জানালেন আফ্রিদি
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। পাকিস্তান জাতীয় দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক পডকাস্টে সম্প্রতি কথা বলেছেন দলটির পেসার শাহীন শাহ আফ্রিদি। দলে খেলোয়াড়দের বন্ধুত্ব, সম্পর্ক নিয়ে জানিয়েছেন তিনি। পাকিস্তান দলে নানা রদ-বদল হয়েছে কিছুদিন আগেই। কোচ, অধিনায়ক, নির্বাচক থেকে- অনেক জায়গায় এসেছে পরিবর্তনের ছোঁয়া। শাহীন আফ্রিদি থেকে বাবরকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে শাহীনের বিবৃতি নিয়ে কিছু আলোচনার সৃষ্টি হয়েছিল। সবমিলিয়ে খেলোয়াড়দের সাথে যোগাযোগ ঠিকঠাক হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন ছিল। বিশ্বকাপের আগে অবশ্য আফ্রিদি ইতিবাচক কথাই জানিয়েছেন। তিনি বলেন, "অনেক সময় ছোট মতানৈক্য হয় সব পরিবারেই। এমনকি ভাইদের মধ্যেও। তবে এমন কিছুই নেই আমাদের দলে। আমাদের খেলোয়াড়েরা একে অপরের কথা শোনে। আমরাও তাদের কথা শুনি। আমাদের কাজটা ক্রিকেট খেলা এবং দেশের জন্য আনন্দ বয়ে আনা।" একত্রে দলের হয়ে, দেশের জন্য খেলাটাই পাকিস্তানের এখন মূল ভাবনা। আফ্রিদি তেমনটি বললেন। যেকোনো ধরনের ভেতরের কোন্দল থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা থাকতে হবে বলেও মত তার। এই পেসার বলেন, "আমাদের লক্ষ্য ঐক্য নিয়ে খেলা। এটা কোনো তর্ক বা বিরোধ করার সময় না। এটা সবার একসাথে থাকার সময়।" ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২২ মে থেকে সিরিজ শুরু করবে পাকিস্তান। এরপর বিশ্বকাপে দলটির প্রথম ম্যাচ আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে, স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | ভেতরের | অবস্থা | জানালেন | আফ্রিদি