ক্রিকেট

"বিশ্বকাপ জয়ের কাছাকাছি আছে পাকিস্তান"

"বিশ্বকাপ জয়ের কাছাকাছি আছে পাকিস্তান"
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো সুযোগ আছে পাকিস্তানের। এমনটি মনে করছেন দলটির পেসার শাহীন শাহ আফ্রিদি। যদিও পাকিস্তানের সম্ভাবনা ও সুযোগ নিয়ে সাবেক ক্রিকেটাররা ইতিবাচক ও নেতিবাচক নানা মন্তব্য করে যাচ্ছেন। সম্প্রতি পিসিবি পডকাস্টে কথা বলতে গিয়ে আফ্রিদি জানালেন আশার কথা। টি-টোয়েন্টি সংস্করণে পাকিস্তান দল শিরোপা জেতে ২০০৯ সালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল খেলা হলেও, শিরোপার দেখা পায়নি তারা। সেমিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ২০২১ সালে আর তার পরের বছর ফাইনাল খেলেছে পাকিস্তান। পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) উদাহরণ টেনেছেন আফ্রিদি। লাহোর কালান্দার্স দলটি তাদের প্রথম ৪ মৌসুম শেষ করেছে টেবিলের শেষে। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়েছে তারা, ২০২২ ও ২০২৩ মৌসুমে পরপর দুইবার শিরোপা জিতে নেয় দলটি। পিসিবি পডকাস্টে আফ্রিদি বলেন, "এটা সম্ভব না যে, আপনি কঠোর পরিশ্রম করছেন, কিন্তু ফলাফল পাচ্ছেন না। লাহোর কালান্দার্সের দিকে তাকান, তারা ৬ বছর কঠোর পরিশ্রম করেছে। তারা খেলোয়াড়দের উন্নতির জন্য প্রোগ্রাম আয়োজন করেছে, শুরুর দিকে টেবিলের শেষে থাকতে হয়েছে তাদের। এরপর ঠিকই পরপর শিরোপা জিতে নিয়েছে।" আফ্রিদি এরপর যোগ করেন, "পাকিস্তান দলও একই ধারায় আছে। আমরা বিশ্বকাপ (টি-টোয়েন্টি) অর্জনের খুব কাছাকাছি জায়গায় আছি।" আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ-যাত্রা শুরু হচ্ছে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | জয়ের | কাছাকাছি | আছে | পাকিস্তান