দেশজুড়ে

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার
নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে এসি ল্যান্ডের দায়ের করা মামলায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার (১৭ মে) বিকেল চার টায় সৈয়দপুর পৌরশহরের দিনাজপুর সড়কে প্রার্থীর নির্বাচনি অফিসের সামনে ভ্রামমান আদালত বসিয়ে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারনা করার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয় এসি ল্যান্ড আমিনুল ইসলাম। অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ আক্রোশমূলক ও বিধি মোতাবেক হয়নি দাবি করে প্রার্থী ফয়সাল দিদার জরিমানার অর্থ পরিশোধে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে আটক করে। প্রায় ২০ ঘন্টা সৈয়দপুর ও নীলফামারী সদর থানায় পুলিশ হেফাজতে থাকার পর এসিল্যান্ড আমিনুল ইসলাম বাদী হয়ে নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর ৩২ ধারায় মামলা করেন। এদিকে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে আটকের পর রাতেই বিক্ষোভ মিছিল করেন কর্মী সমর্থকরা। অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু ঘোড়ার প্রতিক নিয়ে নির্বাচন করছেন, আগামী ২১ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহন। এই ঘটনায় এসিল্যান্ড ও রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম ক্যামেরায় কথা বলতে অপারগতা প্রকাশ করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, মোবাইল কোর্টে জরিমানা না দেয়ায় আটকের পর এসিল্যান্ডের দেয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয় চেয়ারম্যান প্রার্থী দিপুকে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।   কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন সৈয়দপুর | উপজেলা | পরিষদ | নির্বাচনে | চেয়ারম্যান | প্রার্থী | গ্রেপ্তার