দেশজুড়ে

আড়াইহাজারে একাধিক কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোটদান

আড়াইহাজারে একাধিক কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোটদান
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের ‘ঘোষিত’ প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেয়া, গোপন বুথে এজেন্টদের নজরদারি, মুঠোফোন নিয়ে এজেন্টদের বুথে প্রবেশ ও জাল ভোট দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ মে) আড়াইহাজার উপজেলায় এই ঘটনা ঘটে। উপজেলার অধিকাংশ কেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। শাহজালাল মিয়ার বিপরীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক)। তাদের মধ্যে সাইফুল ইসলামকে নিজের প্রার্থী ঘোষণা করেছেন বলে আড়াইহাজারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রার্থী শাহজালাল মিয়া। এই প্রার্থী ও তার সমর্থকরা অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার পর সকাল নয়টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের ৯৮ নম্বর দড়ি সভ্যবান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে ১ নম্বর বুথে কয়েকজন ভোটারকে প্রকাশ্যে ঘোড়া প্রতীকে ভোট দিতে দেখা যায়। ভোট দেয়ার পর ওই ভোটার ফের লাইনে দাঁড়ান এবং আবারও ভোট দিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে যান। এ সময় তার হাতের আঙ্গুলে লাগানো অমোছনীয় কালি দেখিয়ে ফের ভোট দিতে আসার কারণ জানতে চাইলে ওই ভোটার কোনও সদুত্তর দিতে পারেননি। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুরাদ হোসেন এসে ওই ভোটারকে বুথের বাইরে নিয়ে যান এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে কেন্দ্র থেকে চলে যেতে সহায়তা করেন বলে অভিযোগ করেন প্রার্থী শাহজালাল মিয়া। এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুরাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘দোয়াত কলমের একজন এজেন্টও আসেননি। আমি সুষ্ঠু ভোটের চেষ্টা করছি। কিন্তু আমি একদিকে গেলে ওরা আরেকদিক থেকে প্রবেশ করে। যা ঘটেছে তার জন্য আমি আন্তরিক দুঃখিত।’ এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, ‘আমি এলাকায় নাই। কেউ আমার নাম বললেই সেটা সত্য হবে এমন নয়। আমি খোঁজ নিয়ে যতোটুকু জেনেছি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। আর যে প্রার্থী অত্যধিক জনপ্রিয় তার পক্ষে ব্যাপক ভোট পড়বে এটাই স্বাভাবিক। ভোট নিয়ে আমার কোনও নির্দেশনা থাকার প্রশ্নই উঠে না।’ এদিকে সকাল থেকে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর কেন্দ্রে ঘোড়া প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে দেখা গেছে। শনিবার ওই কেন্দ্রে গোপন বুথে ভোট না দিয়ে প্রকাশ্যে ভোট দেয়ার নির্দেশ দিয়েছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন সিকদার। এসব ঘটনার ব্যাপারে বেলা ১১টায় সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে শাহজালাল মিয়া সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পরিবেশ গতকাল রাত থেকে নষ্ট করা হয়েছে। কোথাও আমার এজেন্টরা কেন্দ্রে ঢুকতে পারেনি। ফতেহপুর, কালাপাহাড়িয়া ও দুপ্তারায় প্রকাশ্যে সিল মারা হচ্ছে। আনারস ও ঘোড়া মার্কার প্রার্থীদের এজেন্টরা এক হয়ে এই কাজগুলো করছেন। সংসদ সদস্য নিজে এবং তার লোক দিয়ে এসব কাজ করাচ্ছেন।’ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, 'নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোথাও কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা সেগুলোর প্রতিকার করছি।’ কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন আড়াইহাজারে | একাধিক | কেন্দ্রে | প্রকাশ্যে | জাল | ভোটদান