ফুটবল

ফিফার রিপোর্টে আছে সালাউদ্দিনের নাম

ফিফার রিপোর্টে আছে সালাউদ্দিনের নাম
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী সহ ৫ জনকে শাস্তির আওতায় এনেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। উক্ত ৫ জনের জন্য আলাদা ফাইল প্রকাশ হয়েছে। যেখানে বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদীর যে রিপোর্ট, সেখানে রয়েছে সভাপতি কাজী সালাউদ্দিনের নাম। বুধবার (২৩ মে) এক বিবৃতি প্রকাশ করে ফিফা। যেখানে সালামের বিষয়ে শাস্তির বিষয়টি নিশ্চিত হয়। এছাড়াও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ২ বছর নিষিদ্ধ ছিলেন, যা বাড়িয়ে ৩ বছর করা হয়েছে। তাকে ২০ হাজার ফ্রা জরিমানাও করা হয়েছে। এছাড়াও আরো ৩ কর্মকর্তার জন্য শাস্তি আরোপ করা হয়েছে। সালাম মুর্শেদীর রিপোর্টের ৫ নম্বর পাতায় দেখা যায় বাফুফে সভাপতি সালাউদ্দিনের নাম। ভেন্ডর নির্বাচনের ক্ষেত্রে সবসময় ৪ জন কর্মকর্তা নিয়োজিত ছিলেন। যার একজন সালাউদ্দিন। সাধারণত ফিফা যে সব অনুদান দিয়ে থাকে ফুটবল বোর্ডগুলোতে, তা ব্যবহার করার কিছু নীতিমালা রয়েছে। তা ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়নি। এখানে সালাউদ্দিন সরাসরি যুক্ত না থাকলেও, তার অনুমতি ও স্বাক্ষরের মাধ্যমে বোর্ডের সকল কাজ সম্পন্ন হয়ে থাকে। ফলে তার উপর দায়টা ফিফা সেই জায়গা থেকেই দিয়েছে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ফিফার | রিপোর্টে | আছে | সালাউদ্দিনের | নাম