দেশজুড়ে

আরসার কাছে অস্ত্র বিক্রির দায়ে ৩ যুবক গ্রেপ্তার

আরসার কাছে অস্ত্র বিক্রির দায়ে ৩ যুবক গ্রেপ্তার
রোহিঙ্গ সন্ত্রাসী সংগঠন আরসার সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রির দায়ে ৩ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে  বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন র‌্যাব—১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। র‌্যাব জানায়,গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পের বিরাজমান বিভিন্ন দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী সংগঠন আরসা সদস্যদের কাছে বিক্রি করে থাকে। এছাড়াও জেলায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে চাহিদামতো অস্ত্র সরবরাহ করতো। চক্রটি রামু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্র সরবরাহ করার জন্য তারা মহেশখালী থেকে রামুর উদ্দেশ্যে আসছিল। খবর পেয়ে রামু স্বপ্নতরী পার্কের সামনে তল্লাশি চালিয়ে গেলো ২৯ মে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মহেশখালী কালারমারছড়ার ফকিরজুম এলাকার মৃত জাফর আহমদের ছেলে তারেক মিয়া (২৮), চকরিয়া ডুলাহাজারার ডুমখালীর ফরিদুল আলমের ছেলে মো. নেজাম উদ্দিন (৩২) ও কালারমারছড়ার নুনাছড়ি এলাকার মৃত আক্কাস আলী ফকিরের ছেলে আব্দুল গফুর ওরফে গুরা মনু (৩২)। প্রসঙ্গত, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহেশখালী এবং চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় তাদের বিরুদ্ধে রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আরসার | কাছে | অস্ত্র | বিক্রির | দায়ে | ৩ | যুবক | গ্রেপ্তার