ক্রিকেট

জয়ের পর যা বললেন অধিনায়ক শান্ত

জয়ের পর যা বললেন অধিনায়ক শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় এক আত্মবিশ্বাস তৈরির হাতিয়ার হবে। নিশ্চিতভাবেই তা হবে। যদিও শেষদিকে কঠিন করেই ম্যাচটি জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। সংবাদ সম্মেলনে এসে অন্তত জয়ের হাসিটাই দেখা গেছে বাংলাদেশ অধিনায়কের চোখে। একটা কথা তো খুব পরিষ্কার যে, জয় দিন শেষে জয়। বাংলাদেশ দল শতভাগ নয়। আরও ২০ ভাগ বেশি দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। অধিনায়ক নাজমুল হোসেন তো সেরকমই জানিয়েছেন আজ। তিনি বলেন, 'সবার শরীরী ভাষাই দারুণ ছিল। আমরা নিজেদের ১২০ শতাংশ দিয়েছি।' বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে অল্পতে শেষ হয় লঙ্কানদের ইনিগ্নস। যদিও বেশ হুমকি তৈরি করে উঠছিলেন পাথুম নিশাঙ্কা। তবে এই ব্যাটার যতক্ষণ ছিলেন ততক্ষণ দলের রান বাড়িয়েছেন। ফিরেছেন ২৮ বলে ৪৭ রানে। বোলারদের প্রসঙ্গ টেনে শান্ত বলেন, 'গত ১০–১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছি। ফিল্ডারেরাও তাদের দায়িত্ব পালন করেছে।' বাংলাদেশ দল যেন একটা ব্যাপারে বেশ অভ্যস্ত হয়ে পড়েছে। যেখানে খুব সহজভাবেই কিছু জায়গায় ম্যাচ নিয়ন্ত্রনে নেওয়া যায়, সেখানেও খুব কঠিন কিছু চোখে পড়তে থাকে। আজকের ম্যাচেও তেমনই হয়েছে। একটা সময় গিয়ে দর্শকেরা বেশ হতাশ ছিলেন, এটা না ভাবার কোনো কারণ নেই। অধিনায়ক নাজমুল মনে করছেন, 'এই ধরনের উইকেটে আমাদের আরও সহজেই জেতা উচিত ছিল।'   এম/এইচ  

এ সম্পর্কিত আরও পড়ুন জয়ের | অধিনায়ক | শান্ত