দেশজুড়ে

চালককে হত্যা করে আটোরিকশা ছিনতাই, চারজন গ্রেপ্তার

চালককে হত্যা করে আটোরিকশা ছিনতাই, চারজন গ্রেপ্তার
নরসিংদীতে মো. নুরুল ইসলাম (৫০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই ) সকালে নরসিংদীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এই তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন-  মাধবদী থানার পাথরপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭), বালুসাইর গ্রামের মোকসেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২), পাথরপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে হৃদয় (২৭) ও মৃত ইমান আলীর ছেলে নবী হোসেন (৩৫)। পুলিশ সুপার বলেন, গেলো ১৫ জুন রাত ৮টার দিকে নরসিংদী শহরের সাহেপ্রতাব এলাকা থেকে বাচ্চু মিয়া, হৃদয় এবং সোহেল চালক মো. নুরুল ইসলামের ব্যাটারিচালিত রিকশায় যাত্রী সেজে ওঠে। এক পর্যায়ে মাধবপুর ব্রিজের কাছে গিয়ে  চালক নুরুল ইসলামকে বরই গাছের সঙ্গে বেঁধে হত্যা করে। এরপর ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে লুষ্ঠিত অটোরিকশাটি  নবী হোসেনের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে। আসামি নবী হোসেন অটোরিক্সার যন্ত্রাংশ বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। এমন অভিযোগে ৯ জুলাই মাধবদি থানার একদল পুলিশ আসামি বাচ্চু মিয়া (২৭) কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য মতে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অপকর্মের সহযোগী হৃদয়, সোহেল এবং নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নবী হোসেনের বাড়ি থেকে ছিনতাইকৃত রিকশার ২টি ব্যাটারি, একটি চাকা এবং একটি হেডলাইট সংযুক্ত মিটার বক্স উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন চালককে | হত্যা | করে | আটোরিকশা | ছিনতাই | চারজন | গ্রেপ্তার