ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির কারাদণ্ড

ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির কারাদণ্ড
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি প্যাট্রিস এভরাকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছে ফৌজদারি আদালত। এই সাবেক ফুটবলারের বিরুদ্ধে তার পরিবার ও দুই সন্তানকে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে। শুধু কারাদণ্ড নয়, স্ত্রীর মানসিক ক্ষতি ও আদালত ব্যয়ের জন্যও এভরাকে জরিমানা করা হয়েছে দুই হাজার ইউরো। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন এভরা। জানা যায়, ২০২১ সালের ১ মে থেকে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সময়কালীন স্ত্রী সন্তানদের পরিত্যাগ করেন ম্যান ইউনাইটেডের সাবেক এই ডিফেন্ডার। এমন অবস্থায় এভরার আইনজীবী জানাচ্ছেন, দক্ষিণ ফ্রান্সে এভরা তার স্ত্রীকে একটি ফ্ল্যাট, সুইমিংপুল সহ একটি বাড়ি এবং ব্যয় নির্বাহের জন্য ২০ লাখ ইউরো দিয়েছেন। যে অর্থ ফেরত দিবেন না বলেও জানিয়েছেন এভরার স্ত্রী। এখন এভরার আপিল নিয়ে কাজ শুরু করবে আদালত।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যানচেস্টার | ইউনাইটেড | কিংবদন্তির | কারাদণ্ড