দেশজুড়ে

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
কোটা সংস্কার ও বিভিন্নস্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কের বিভিন্ন স্থান অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৬ ঘণ্টা পর এ অবরোধ  প্রত্যাহার করে নিয়েছেন  শিক্ষার্থীরা। ফলে এ সড়কে যান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই)  বিকেল ৫টায় রাজধানীর  বসুন্ধরা গেট ও নতুন বাজার আমেরিকান দূতাবাস সংলগ্ন রাস্তা থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে সকাল ১১ টার দিকে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা গেটে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন নর্থসাউথ, এআইইউবি, আইইউবি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ সময় এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। নতুনবাজারে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা  জানান, দিনভর শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এ এলাকায় ঘটেনি। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বেসরকারি | বিশ্ববিদ্যালয় | শিক্ষার্থীদের | অবরোধ | প্রত্যাহার