আর্কাইভ থেকে ফুটবল

হেরেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি

হেরেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি

ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। 

মঙ্গলবার ঘরের মাঠে শেষ আটের দ্বিতীয় লেগের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে পরাজিত হয়েও অ্যাওয়ে গোলের সুবাদে শেষ চারের টিকেট হাতে পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

এ ম্যাচে বায়ার্নের জন্য ঘুরে দাঁড়ানো মোটেও অসম্ভব ছিল না, তবে খানিকটা দুরূহ ছিলো তো বটেই। নেইমার-এমবাপেরা একের পর এক সুযোগ নষ্ট করতে থাকায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছিলো বাভারিয়ানদের। তবে শেষ পর্যন্ত হলো না। তাই ঘরের মাঠে হেরেও চ্যাম্পিয়নস লিগের সেমিতে পা রাখলো পিএসজি।

প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির কাছে ৩-২ গোলে পরাজিত হয় বায়ার্ন মিউনিখ। সেই হতাশা ভুলতে অন্তত দুই গোলের ব্যবধানে জয় দরকার হতো জার্মান পাওয়ার হাউজদের।

পুরো ম্যাচে মাত্র একবারই বল জালে জড়াতে সক্ষম হয় বায়ার্ন। দলের হয়ে একমাত্র গোলটি করেন চলতি মৌসুমেই পিএসজি ছেড়ে বায়ার্নে নাম লেখানো এরিক ম্যাক্সিম ছুপো মোটিং।

বাকি সময়ে আর কোন গোল করতে না পারায় জিতেও বিদায় নিতে হয় বায়ার্ন মিউনিখকে। অন্যদিকে গত মৌসুমের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নেয় পিএসজি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন হেরেও | চ্যাম্পিয়নস | লিগের | সেমিফাইনালে | পিএসজি