আর্কাইভ থেকে ক্রিকেট

বায়োবাবল ভাঙ্গার অভিযোগ তদন্ত শুরু করেছে বিসিবি

বায়োবাবল ভাঙ্গার অভিযোগ তদন্ত শুরু করেছে বিসিবি

প্রিমিয়ার লিগে মোহামেডানের অনুশীলনে বায়োবাবল ভাঙ্গার অভিযোগ তদন্ত শুরু করেছে বিসিবি ও সিসিডিএম।
 
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে বিপুল অর্থ ব্যয় করে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিতে বায়োবাবল স্থাপন করা হয়েছে। এটা যার কারণে ক্ষতিগ্রস্থ হোক না কেন তা তদন্ত করে দেখা হবে ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ নিজের হতাশা জানিয়েছেন এ বিবৃতিতে।

শুক্রবার মিরপুরে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে বায়োবাবলের বাইরে থাকা এক ব্যক্তি ঢুকে পড়েন। ছবি তোলেন ক্রিকেটারদের সাথে। কাছাকাছি আসেন অনেকের। এছাড়া নিয়ম ভেঙ্গে সাকিবকে বল করেন দুই নেট বোলার। অপরিচিত ব্যক্তি ও দুই নেট বোলারকে নিয়ে আসেন জাতীয় দলের টিম বয় নাসির।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বায়োবাবল | ভাঙ্গার | অভিযোগ | তদন্ত | শুরু | করেছে | বিসিবি