বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের শুরু থেকেই ব্যাট ও বল হাতে দারুন পারফরম্যান্স করে আসছেন মিরাজ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ক্রিকইনফো তাদের ওয়েবসাইটে সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করে। সেখানেও মিরাজ একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজ থাকলেও পাকস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার একাধিক খেলোয়াড় রয়েছে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার মিরাজ ওয়ানডের সেরা একাদশে জায়গা পেয়েছেন। এদিকে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে এবং দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে রয়েছেন।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে অধিনায়ক করা হয়েছে এবং জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে ১২তম ব্যক্তি হিসেবে বেছে নেয়া হয়েছে।
উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ: ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম-উল-হক (পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান), শ্রেয়াস আইয়ার (ভারত), টম ল্যাথাম (উইকেটরক্ষক) (নিউজিল্যান্ড), রাসি ভ্যান ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।