আর্কাইভ থেকে ফুটবল

শুভ জন্মদিন নেইমার জুনিয়র ও ক্রিশ্চিয়ানো রোনালদো

শুভ জন্মদিন নেইমার জুনিয়র ও ক্রিশ্চিয়ানো রোনালদো
৫ ফেব্রুয়ারি ফুটবল সমর্থকদের জন্য অন্যতম একটি সেরা দিন। আজকের এই দিনেই আগমন ঘটেছিল সময়ের অন্যতম সেরা দুই তারকা নেইমার জুনিয়র ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। পেলের পর ফুটবলারের কারখানা ব্রাজিলে জন্ম নিয়েছে জিকো, কাফু, রোনালডো, রোনালদিনহো, রবার্ত কার্লোস কিংবা কাকা। এদের প্রত্যেকের হাতেই রয়েছে এক বা একাধিক বিশ্বকাপ। কিন্তু এতো তারকাদের ভীড়ে যাকে বলা হতো আগামীর পেলে, পেলের একমাত্র উত্তরসূরি সেই নেইমার জুনিয়র। এক দশকের বেশি সময় ধরে ৫ তারকা ওজনের জার্সিটার প্রতিনিধিত্ব করে আসছে নেইমার। ব্যক্তিগত কিংবা দলীয় ভাবে অর্জনের ঝুলিটা খুব বেশি ভারী নয় তার। তবুও সেলেসাও ছন্দে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয় অর্জন করে নিয়েছেন নেইমার ডা সিলভা সান্তোস জুনিয়র। ১৯৯২ সালের আজকের দিনে ব্রাজিলের মগি দাস ক্রুজেসে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৯ বছর বয়সে ফুটবল সম্রাট পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লিখিয়েছিলেন।  ২০১৩ মৌসুমে যোগ দেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। এরপর ২০১৭ সালে রেকর্ড পরিমাণ অর্থে জমান পিএসজিতে। আরেক ইউরোপীয়ান ফুটবলের জাদুকর ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫ বারের ব্যালন বিজয়ী এই তারকার রয়েছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ  এবং একটি উয়েফা নেশম লিগ শিরোপা। পর্তুগালের মাদেইরা শহরে ১৯৮৫ সালে ফেব্রুয়ারির আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে মিল রেখে মা-বাবা নাম রেখেছিলেন রোনালদো। সিআর সেভেন খ্যাত রোনালদোর পর্তুগাল জাতীয় দলের ২০০৩ সালের আগস্ট মাসে কাজাকিস্তানের বিরুদ্ধে তার অভিষেক ঘটে। তিনি জাতীয় দলের হয়ে ১০০ এর অধিক ম্যাচ খেলেছেন এবং পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের অধিকারী।
Happy birthday, Neymar and Ronaldo! | UEFA Champions League | UEFA.com
Happy birthday, Neymar and Ronaldo! | UEFA Champions League | UEFA.com
ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকাই জন্মদিন আজ। একজন পা রাখলেন ৩৮ বছরে আর অন্যজন ৩১ বছরে। ‘শুভ জন্মদিন’ বর্তমান ফুটবলের অন্যতম সেরা দুই মহাতারকা।

এ সম্পর্কিত আরও পড়ুন শুভ | জন্মদিন | নেইমার | জুনিয়র | ও | ক্রিশ্চিয়ানো | রোনালদো