আর্কাইভ থেকে আওয়ামী লীগ

ইউনিয়ন পর্যায়ে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ইউনিয়ন পর্যায়ে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
বিএনপির নৈরাজ্য ও সহিংসতা বন্ধে শনিবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। এতদিন রাজধানীতে এ কর্মসূচি পালন করলেও এবার সেটিকে তৃণমূলে নেয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের শান্তি সমাবেশকে বেশ গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দলটি। ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় নেতাদের ৪০টি ভাগে ভাগ করে দায়িত্ব দেয়া হয়েছে। তারা তাদের নির্ধারিত জেলায় কমপক্ষে একটি ইউনিয়নে শান্তি সমাবেশে অংশ নেবেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতা এবং জনপ্রতিনিধিরা অংশ নেবেন। সভা সূত্রে জানা যায়, বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে একযোগে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, জেলার নেতাদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। এ শান্তি সমাবেশ সফল করতে ৪০টি জেলার কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় শোক দিবস পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পূর্ব ঘোষিত পল্লবীতে শান্তি সমাবেশ স্থগিত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ইউনিয়ন | পর্যায়ে | চলছে | আওয়ামী | লীগের | শান্তি | সমাবেশ