Connect with us

আন্তর্জাতিক

তুরস্কে বেড়েছে লুটপাট, গ্রেপ্তার ৪২

Avatar of author

Published

on

তুরস্কে

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আবার লুটপাট শুরু হয়েছে বাড়ি-ঘর এবং শপিংমলে। এ ঘটনায় জব্দ করা হয়েছে বেশ কয়েকটি বন্দুক।

রোববার (১২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তুরস্কের ঐতিহাসিক শহর আন্তাকিয়ার পুরাতন বাজারের গলিতে এক মুদির দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় ওই দোকানদার লুট করে মালামাল নিয়ে যাওয়া ব্যক্তিকে লোহার বার দিয়ে তাড়া করেন।

আরব নিউজ থেকে জানা যায়, ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতির মধ্যে লুটপাটকারীরা বাড়ি ঘর এবং শপিংমলের দরজা জানালা ভেঙে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। তারা মূলত ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতি কাজে লাগিয়ে এ কাজ করছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে পরিস্থিতি খুবই খারাপ। সেখানে লুটপাটের ঘটনায় গোলাগুলিও হয়েছে। পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করেছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে ব্যাংক নোট, গহনা, কম্পিউটার, মোবাইল ফোন এবং বন্দুক উদ্ধার করা হয়েছে।

Advertisement

পরিস্থিতি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে অনেকে দোকান থেকে শিশু খাদ্য লুট করে নিয়ে যাচ্ছে।

গত সোমবারের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি হতে পারে মনে করছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তীব্র শীত ও তুষারপাতের কারণে ‘পরিস্থিতি ক্রমেই নাজুক ও ভয়ঙ্কর’ হয়ে উঠতে থাকায় জীবিতদের মধ্যে যারা গৃহহীন ও আশ্রয়হীন অবস্থায় আছেন তারা দ্বিতীয় আরেকটি বিপর্যয়ের মুখোমুখি হতে পারেন।

ডব্লিউএইচও’র ব্যবস্থাপক রবার্ট হোল্ডেন বলেছেন, বহু মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে ভয়াবহ অবস্থায় বসবাস করছে। আশ্রয়, পানি, জ্বালানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন তারা। এ পরিস্থিতি আরেকটি বিপর্যয় ডেকে আনবে, যা ভূমিকম্পের চেয়েও আরও বেশি মানুষের ক্ষতি করবে।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

আন্তর্জাতিক

আমিরাতে ৫৭ বাংলাদেশির সাজা, ‘বিচারের নামে প্রহসন’ বললো এইচআরডব্লিউ

Published

on

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সংস্থাটির এক বিবৃতিতে আদালতের এই রায়কে ‘বিচারের নামে প্রহসন’ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে সংস্থাটির আমিরাত বিষয়ক গবেষক জোয়ে শিয়া বলেন, ‘এই রায় অপমানজনক এবং বিচার প্রক্রিয়া ছিল অস্বাভাবিক রকমের দ্রুত। অভিযুক্তদের গ্রেপ্তারের পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে রায় দেয়া হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। এইচআরডব্লিউ এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা ও সঠিকতা নিয়ে উদ্বিগ্ন।

প্রসঙ্গত, বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত রোববার সংযুক্ত আরব আমিরাতের রাজধা্নী আবুধাবিসহ বিভিন্ন শহরের সড়কে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। ওই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার অভিযোগে বিভিন্ন শহর থেকে মোট ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আবুধাবি পুলিশ। গ্রেপ্তারের পর আবুধাবির একটি আদালতে তাদের হাজির করা হয়।

সোমবার ওই আদালত ৫৩ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর ও অন্যদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেন।

এমআর//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

নেতানিয়াহু একজন`যুদ্ধাপরাধী’ ও `মিথ্যাবাদী’: মর্কিন সিনেটর স্যান্ডার্স

Published

on

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সংগৃহীত ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক হিসেবে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।  মার্কিন কংগ্রেমের যৌথ অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার পরই তার সম্পর্কে ভারমন্ট অঙ্গরাজ্যের সিনিয়র এই সিনেটর এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিনেটর স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘নেতানিয়াহু হাজার হাজার ফিলিস্তিনি শিশুকে অনাহারে রেখেছে। ফিলিস্তিনে সহায়তা বন্ধ অব্যাহত রেখেছে তার চরমপন্থি সরকার। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক।’’

নিউ ইয়র্ক পোস্টসহ  যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বার্নি স্যান্ডার্সসহ অন্যান্য ডেমোক্র্যাট সিনেটররা নেতানিয়াহুর ওই বক্তৃতা বর্জন করেন।   ভাষণ বর্জনকারীদের মধ্যে উল্লেখযোগ্য সিনেটররা হলেন, সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য ও ডেমোক্র্যাট নেতা ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি, ব্রায়ান শ্যাটজ এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারে।

ভাষণ বর্জন করা এসব ডেমোক্র্যাট নেতারা বলছেন, ‘তারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তার বাড়ানোর এ ভাষণে অংশ নিতে চান না।  ইসরায়েলের হামলায় গাজায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।’

Advertisement

এমআর//

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

‘গেইমি’র তাণ্ডবে এশিয়ার ৩ দেশে মৃত্যু ১৭, বন্ধ ফ্লাইট

Published

on

শক্তিশালী-ঝড়-গেইমি

শক্তিশালী ঝড় গেইমির তাণ্ডবে এশিয়ার তিন দেশ ফিলিপিন্স,তাইওয়ান ও ভিয়েতনামে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। বুধবার (২৪ জুলাই) আঘাত হানে এ ঝড়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য ইন্ডিপেন্ডেন্ট’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ফিলিপাইনে আঘাত হানা এ ঝড় আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) তাইওয়ানের উপকূলে আছড়ে পড়বে। তবে এর আগেই দেশটিতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২২০ জন। ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলকভাবে উড়োজাহাজ চলাচল ও স্কুল বন্ধ রাখা হয়েছে।

বুধবার শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও আশপাশের বেশ কয়েকটি শহর। ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে গেছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর।

শক্তিশালী-ঝড়-গেইমি

ফিলিপাইন ছাড়াও ঘূর্ণিঝড় গেইমি আঘাত হেনেছে জাপান ও ভিয়েতনামে। দেশটির ওকিনাওয়া ও ইশিগাকা অঞ্চলে ঝড়ের কারণে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে মৌসুমী ঝড়টি। এর প্রভাবে তলিয়ে গেছে নিচু এলাকা। আবহাওয়ার পূর্বাভাসে ভূমিধস নিয়েও সতর্ক করা হয়েছে।

Advertisement

ইশিগাকা অঞ্চল থেকে খুব দ্রুত তাইওয়ান প্রণালীর দিকে পৌঁছেছে গেইমি। এরই মধ্যে প্রণালীটিতে অন্তত একজনের মৃত্যু ও ৫৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে দেশটির উত্তরপূর্ব উপকূলে আঘাত হানে ঝড়টি। এর আগেই বাতিল করা হয় বেশ কিছু ফ্লাইট। এদিকে ভয়াবহ বন্যায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে এশিয়ার আরেক দেশ ভিয়েতনামে।

 

এসি//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত