Connect with us

ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

Published

on

আজ আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে আবারও বিশ্বকাপ বাছাই অভিযানে ফিরবে বাংলাদেশ দল। 'ই' গ্রুপের তলানিতে লাল সবুজ। শক্তিশালী প্রতিপক্ষের সাথে অন্তত ১ পয়েন্ট চায় দল। যদিও প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে, আছে ফিনিশারের ঘাটতি।
 
ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে খেলতে হবে কাতারের গরম আবহাওয়ায়। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

কাতারে ম্যাচ খেলার অপেক্ষা। অথচ বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশে। এই সফরকে ঘিরে কম নাটকীয়তা হয়নি। তারপরও মধ্যপ্রাচ্যে উজ্জীবিত ফুটবলাররা।
 
প্রতিপক্ষ চেনা। শক্তিশালী কাতারের বিপক্ষে তাদের মাঠের তিক্ত অভিজ্ঞতা, তার আগে আশা জাগানিয়া পারফরম্যান্স ভারতের বিপক্ষে। যা এখন পর্যন্ত সেরা।

কিন্তু বদলে যাওয়া পৃথিবীতে কতটুকু বদলেছে বাংলাদেশ? পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে, সাথে ফিনিশিং এর দুচিন্তা আরও ভারী করেছে করোনা আক্রান্ত আর ফরোয়ার্ডদের ইনজুরি।

আফগানদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলের হার আত্নবিশ্বাস যোগালেও ইতিহাস বলছে ভিন্ন কথা। ৪২ বছর দেশটির বিপক্ষে জয় নেই জামাল ভূঁইয়াদের। তারপরও শেষ সাত দিনের প্রস্তুতিতে আত্নবিশ্বাসী জেমি ডে।

জেমি ডে বলেন, গুরুত্বপূর্ন ম্যাচ সামনে, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে শেষ সপ্তাহে সেরা প্রস্তুতির জন্য। আফগানিস্তান অনেক কঠিন প্রতিপক্ষ, তাদের বেশ কিছু ফুটবলার ইউরোপে খেলে। তাদের বিপক্ষে লড়াই করতে ছেলেদের সেরাটাই দিতে হবে। আমরা পয়েন্ট নিয়ে ফিরতে চাই।

Advertisement

কোচের মত অধিনায়কও জানেন আফগানরা প্রতিপক্ষ হিসেবে কতটুকু কঠিন। শারিরীক ভাবে পিছিয়ে থাকলেও কৌশলে এগিয়ে রাখছেন নিজেদের।

ঐতিহ্যবাহী আবাহনী জার্সিতে খেলা মাসি সাইঘানিকে দুই বছর পর জাতীয় দলে ডেকেছেন আফগান কোচ। তবে সেটা ভাবাচ্ছে না কোচকে। এই তিন ম্যাচে নতুন কৌশল প্রয়োগের পরিকল্পনা তার। ফরমেশন বদলে প্রতিপক্ষ বধের গল্প লিখছেন ইংলিশ ম্যান। তাতে মধ্যমাঠের দ্বায়িত্বটা বেশি। তা কতটুকু রপ্ত করতে পেরেছেন মিডফিল্ডাররা?

জটিলতায় ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তাই বড় ম্যাচের আগে শিষ্যদের চাঙ্গা রাখতে মাঠের অনুশীলনের আগে সকালে সুমিংপুলে হয়েছে রিকোভারি সেশন। 

এএ

Advertisement
Advertisement

ফুটবল

মাদ্রিদ স্কোয়াডের প্রতিফলন হোসেলু, মন্তব্য আনচেলত্তির

Published

on

হোসেলুর কাছে স্বপ্নের মতো এক রাত কেটেছে। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছেন ৮১ মিনিটে। তখন বায়ার্ন মিউনিখের কাছে ১ গোলে পিছিয়ে মাদ্রিদ। সেখান থেকে ৮৮ মিনিটে সমতা, এরপর আরও এক গোলে দলের জয়- হোসেলুর কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু মনে হওয়ার কথা। স্পেনের এই ফুটবলারকে নিয়ে মন্তব্য করেছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

হোসেলুর জন্য একেবারেই সহজ ছিল না। যেখানে বেশিরভাগ সময় বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাকে। তবে এমন এক মুহূর্ত জানান দিতে যতটুকু প্রতিজ্ঞা থাকতে হয়, নিজের মধ্যে তা লালন করেন এই স্প্যানিশ ফরোওয়ার্ড।

চলতি মৌসুমে এস্পানিওল থেকে লোনে মাদ্রিদে এসেছেন। নানা ক্লাবে ঘোরাঘুরি করছিলেন। তবে নিজের ভেতরে মাদ্রিদের জৌলুস ঠিকই অনুভব করেন তিনি। আর নিজেকে আরও বেশি প্রকাশ করতে এমন কিছু দরকার ছিল হোসেলুর জন্য।

মাদ্রিদের ইতালিয়ান কোচ আনচেলত্তি হোসেলু সম্পর্কে বলেন, “ সে একজন চমৎকার প্রতিফলন। কারণ এই মৌসুমে খেলোয়াড় হিসেবে অনেক বেশি অবদান রেখেছেন তিনি। যদিও খুব বেশি মিনিট তিনি খেলেননি।“

স্কোয়াডের প্রতিফলন হিসেবে হোসেলুকে উল্লেখ করেছেন আনচেলত্তি। বেঞ্চে থাকলে সাধারণত আত্মবিশ্বাসে ছেদ পড়ার কথা। তবে হোসেলুর ক্ষেত্রে তেমনটি ঘটেনি। মাদ্রিদ কোচ মনে করেন, এই স্প্যানিশের আরও অনেক কিছু দেওয়ার রয়েছে।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ভুল স্বীকার করেছে লাইনসম্যান, দাবি ডি লিটের

Published

on

বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিটের কাছে ভুল স্বীকার করেছেন লাইনসম্যান। এমন এক দাবি করেছেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বায়ার্ন। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে মাদ্রিদ।

ফিরতি লেগে সুযোগ ছিল দুই দলের জন্য। তবে ফলাফল যখন প্রকাশিত হয়েছে, তখন জয় দেখা গেল মাদ্রিদের পক্ষে। ম্যাচটি ২-১ গোলে জিতে দুই লেগ মিলে ৪-৩ এর ব্যবধান গড়ে তোলে মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আধিপত্যের জানান আবারও দিয়েছে এই স্প্যানিশ ক্লাবটি।

বিতর্কের জন্ম দিয়েছে যোগ করা ১৩ মিনিটের খেলা। যেখানে মুলারের হেড থেকে করা এক পাসে ডি লিট গোল করে বসেন। মূলত জশুয়া কিমিখের এক বাড়ানো শটে মুলার ও ডি লিট দুজনেই দৌড়ে যান। এক মুহূর্তে লাইন্সম্যান পতাকা তোলেন, রেফারি বাজান তার বাঁশি। রিয়ালের খেলোয়াড়েরা থেমে যায়, সিদ্ধান্ত হয় অফসাইডের। ভিআর এর মাধ্যমে দেখার কোনো ব্যবস্থা ছিল না, রেফারি বাঁশি দেওয়ায়। তবে পরে দেখা যায় সিদ্ধান্তটি বেশ আলোচনা করার মতো ছিল। যেখানে অফসাইড হতে পারে বলেও মনে হয়েছে।

এই গোলটি হলে সমতায় ফিরতে পারত বায়ার্ন। ফাইনালে যাওয়ার সুযোগও তৈরি হতো এতে। তবে ডি লিট জানিয়েছেন নতুন এক খবর। যেখানে তিনি বলেন, “লাইনসম্যান আমাকে বলেছেন ‘দুঃখিত, ভুল করেছি।“ অর্থাৎ এই ডাচ ডিফেন্ডারের কাছে কিছুটা অনুতপ্ত বোধ করেছেন ম্যাচের লাইনসম্যান। মাদ্রিদ-বায়ার্ন ম্যাচ নিয়ে নানা আলোচনা চলছে। মূলত রেফারি, লাইনসম্যানের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বায়ার্নের অভিযোগ ভেসে উঠছে নানা মাধ্যমে।

 

এম/এইচ

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

গোল বাতিল নিয়ে ক্ষোভ ঝাড়লেন মুলার

Published

on

মাদ্রিদে এটা প্রায়ই হয়। মন্তব্য করেছেন টমাস মুলার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। এক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বুধবার রাতের ম্যাচে। যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মিউনিখ তারকা।

এমন টানটান উত্তেজনার ম্যাচে কোনো সিদ্ধান্ত দলের অনুকূলে না হলে, তা হজম করা শক্ত। সান্তিয়াগো বার্নাব্যুতে এক দারুণ ম্যাচ হয়ে গেল।  যেখানে ২-১ গোলে হেরে যায় বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের ব্যবধান তৈরি হয়।

ম্যাচের যোগ করা সময়ের ১৩ মিনিটের এক ঘটনা। যেখানে মুলারের হেড থেকে করা এক পাসে ম্যাথিয়াস ডি লিট গোল করে বসেন। মূলত জশুয়া কিমিখের এক বাড়ানো শটে মুলার ও ডি লিট দুজনেই দৌড়ে যান। এক মুহূর্তে লাইন্সম্যান পতাকা তোলেন, রেফারি বাজান তার বাঁশি। রিয়ালের খেলোয়াড়েরা থেমে যায়, সিদ্ধান্ত হয় অফসাইডের।

ভিআর এর মাধ্যমে দেখার কোনো ব্যবস্থা ছিল না, রেফারি বাঁশি দেওয়ায়। তবে পরে দেখা যায় সিদ্ধান্তটি বেশ আলোচনা করার মতো ছিল। যেখানে অফসাইড হতে পারে বলেও মনে হয়েছে। গোলটি হলে ২-২ সমতায় খেলা অতিরিক্ত মিনিটে গড়াতে পারত। এমন সুযোগ হারাতে কে চায়? তাই মুলার নিজের হতাশা প্রকাশ করেছেন, “রেফারি ভিএআর এর সাহায্য নেয়নি। তিনি এটা দেখার সুযোগও পাননি। এমন পরিস্থিতি খুব অদ্ভুত, এত দ্রুত বাঁশি বাজালেন! অবিশ্বাস্য সিদ্ধান্ত। সাধারণত বাঁশি বাজানোর আগে তিন মিটার দৌড়ানোর সুযোগ দেওয়া হয়। জানি না আসলে কী ঘটেছে।” মুলার আরও বলেছেন, “দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। ২০১৭ সালেও আমাদের সঙ্গে এটা ঘটেছে, ক্রিস্টিয়ানো রোনালদো দুই গোল করেছিল…তবে সেটা ভিএআরের আগে।”

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত