আর্কাইভ থেকে বাংলাদেশ

শুরুতেই নেই তিন ব্যাটিং স্তম্ভ

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টসে জিতে আগে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটা অবশ্য ভালো হয়নি। সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবালসহ সাকিব আল হাসান ও  লিটন দাস। 

তামিম ইকবাল ১ রান করলেও রানের খাতা খুলতে পারেননি সাকিব আল হাসান। আর ভালো খেলা লিটন করেন ১৫ রান। 

এর আগে, টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ কাপ্তান তামিম ইকবাল। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলছে বাংলাদেশ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন কুইন্টন ডি কক, ওয়াইন পারনেল ও তাবরাইজ শামসি। একাদশ থেকে বাদ পড়েছেন অ্যাইডেন মার্করাম, আন্দিলে ফেলুকওয়ায়ো, মার্কো জানসেন।

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ :

কুইন্টন ডি কক, ইয়ানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়াইন পারনেল, ডোয়াইন প্রিটোয়ারিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন