আর্কাইভ থেকে অপরাধ

‘হেলেনা জাহাঙ্গীর ব্ল্যাক মেইলিং করতো’

‘হেলেনা জাহাঙ্গীর ব্ল্যাক মেইলিং করতো’

হেলেনা জাহাঙ্গীর ২টি মামলায় রিমান্ডে আছেন। তার একটা সাইবার টিম আছে, যাদের কাজ ছিলো হেলেনার প্রচার-প্রচারনা করা এবং অনেকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাতো। এছাড়াও ব্ল্যাক মেইলিংয়ের মতো গুরুতর অভিযোগও আছে তার বিরুদ্ধে জানিয়েছেন র‌্যাব।

আজ শনিবার দুপুরে র‌্যাবের সদর দপ্তরে এক ব্রিফিং র‌্যাব আরও জানায়, রা‌ষ্ট্রের গুরুত্বপূর্ন ব‌্যক্তি‌দের সা‌থে ছ‌বি ব‌্যবহার ক‌রে উদ্দেশ্য প্রনো‌দিত ভা‌বে নি‌জের না‌মে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ট্রল ছড়া‌তো হে‌লেনা। এছাড়া রা‌ষ্ট্রের বি‌ভিন্ন গুরুত্বপূর্ন ব‌্যক্তি‌দের ব‌্যবহার করে বাংলা‌দে‌শের মাদার তে‌রেসা হ‌তে চে‌য়ে‌ছি‌লেন‌।

তার জয়জাত্রা টি‌ভির প্রতি‌নি‌ধি‌দের মাধ‌্যমেও তিনি চাঁদাবা‌জি কর‌তেন। জয়যাত্রা ফাউ‌ন্ডেশ‌নের না‌মেও চাঁদা নি‌য়ে সেই‌ টাকা নি‌জের কা‌জে ব‌্যায় কর‌তেন। বি‌শ্বের প্রায় সকল রা‌ষ্ট্রে তার টি‌ভির প্রতি‌নি‌ধি আছে এবং দেশ ও বি‌দে‌শের প্রতি‌নিধরা তা‌কে মা‌সিক চাদাও পাঠা‌তেন বলে জানিয়েছেন র‌্যাব।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন হেলেনা | জাহাঙ্গীর | ব্ল্যাক | মেইলিং | করতো