আর্কাইভ থেকে আবহাওয়া

প্রকৃতিতে বইছে ফাল্গুনের হিমেল হাওয়া

প্রকৃতিতে বইছে ফাল্গুনের হিমেল হাওয়া
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিতে তাপমাত্রা বাড়তে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এদিকে গেলো ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১০ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোরে।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রকৃতিতে | বইছে | ফাল্গুনের | হিমেল | হাওয়া