আর্কাইভ থেকে ক্যাম্পাস

ইবির ১৯৫ আসন ফাঁকা, ১২ তম মেধাতালিকা প্রকাশ

ইবির ১৯৫ আসন ফাঁকা, ১২ তম মেধাতালিকা প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ১১ তম মেধাতালিকা থেকে ২৮৬ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে ১৯৫ আসন ফাঁকা থাকায় ১২ তম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকায় স্থানপ্রাপ্তদের ১৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন বিকেল ৪ টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে লগইন করে বন্ধ করতে হবে। এর আগে ৮ ও ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১২ তম মেধাতালিকায় মোট ১৯৫ জন ভর্তিচ্ছু বিষয় পেয়েছেন। যার মধ্যে এ ইউনিটে ১৪৯ জন, বি ইউনিটে ৩১ জন ও সি ইউনিটে ১৫ জন। তিন ইউনিটে সর্বশেষ মেধাক্রম ৮ হাজার ৮৪৬, ৩ হাজার ১৮৫ ও ২ হাজার ২১৯। নতুন বিষয়প্রাপ্তদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪ টার মধ্যে সম্পন্ন করতে হবে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে তিন ইউনিটে যথাক্রমে ৯ হাজার ১৭৫, ৩ হাজার ৫০০ ও ২ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা ডাক পেয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইবির | ১৯৫ | আসন | ফাঁকা | ১২ | তম | মেধাতালিকা | প্রকাশ