আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

মৃত্যু নিয়ন্ত্রণে থাকলেও যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি লুইজিয়ানা, ফ্লোরিডাসহ কয়েকটি অঙ্গরাজ্যে।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, গেল বছর মহামারি শুরুর পর থেকে অঙ্গরাজ্য দুইটিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন সর্বোচ্চ। লুইজিয়ানায় গেল ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মূলত ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবেই বাড়ছে আক্রান্তের হার। নতুন করে করোনা বিস্তার করতে বদ্ধ জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে অঙ্গরাজ্যটির প্রশাসন। আরো কিছু কিছু কাউন্টিতেও মাস্ক পরার বিধি জারি করেছে স্থানীয় প্রশাসন।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস জানান, সংক্রমণ বৃদ্ধির দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় লুইজিয়ানা। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে পরিস্থিতিই পাল্টে গেছে। আর সত্যি বলতে এর অন্যতম কারণ যথেষ্ঠসংখ্যক মানুষ এখনও টিকা নেয়নি। সুরক্ষার জন্য বদ্ধ জায়গায় বা জনসমাগমে এখন থেকে আবারও মাস্ক পরতে হবে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই টিকা নেয়নি বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। তাই ভাইরাসের নতুন ঢেউ ঠেকাতে টিকাকরণ নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে সরকার।

যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ বাড়ছে ফ্লোরিডা, আরকানসাস, মিসৌরি ও নেভাদাতেও।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, এখনই বিশ্বব্যাপী ডেল্টা সবচেয়ে প্রভাবশালী হলেও সামনের দিনগুলোতে তা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী ডেল্টার সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করেছে সিডিসি।

 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | আশঙ্কাজনক | হারে | বাড়ছে | করোনা | সংক্রমণ