আর্কাইভ থেকে ক্রিকেট

১৮ মাস পিছিয়েছে ইংল্যান্ডের বাংলাদেশ সফর

১৮ মাস পিছিয়েছে ইংল্যান্ডের বাংলাদেশ সফর

ইংল্যান্ডের বাংলাদেশ সফর স্থগিত ঘোষণার একদিন পরই মঙ্গলবার (৩ আগস্ট) জানা গেল সিরিজটি বাতিল হয়নি, তবে সিরিজটি পিছিয়ে গেছে ১৮ মাস।
 
সোমবার (২ আগস্ট) রাতে জানা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সফরে আসা স্থগিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও সেই সফরটি স্থগিত হয়ে গেছে।

তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসিবি। প্রায় ১৮ মাস পিছিয়ে ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিসিবির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানা যায়, বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ বাতিল হয়নি। তবে ইংল্যান্ড আসবে ২ বছর পর। আগামী ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। নতুন সূচি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দুই পক্ষই সম্মত হয়েছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ১৮ | মাস | পিছিয়েছে | ইংল্যান্ডের | বাংলাদেশ | সফর