আর্কাইভ থেকে দেশজুড়ে

খুলনার ৩ হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু

খুলনার ৩ হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন।

এদিকে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে এ হাসপাতালে ৬৫ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে আছেন ৯ জন।

অন্যদিকে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন  ৫৭ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৭জন।

এছাড়া, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন আর আইসিইউতে রয়েছের ১০ জন ও খুলনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন খুলনার | ৩ | হাসপাতালে | করোনায় | ৯ | জনের | মৃত্যু