আর্কাইভ থেকে বাংলাদেশ

সিরিজে এগিয়ে যেতে টাইগারদের দরকার ১২২ রান

সিরিজে এগিয়ে যেতে টাইগারদের দরকার ১২২ রান

টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং আর মিরপুরের স্লো উইকেটের বদৌলতে দ্বিতীয় ম্যাচেও কোণঠাসা অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করতে নেমে আশানুরূপ সংগ্রহ পায়নি সফরকারীরা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২১ রান স্কোরবোর্ডে তুলেছে অজিরা। ৫ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে যেতে তাই টাইগারদের প্রয়োজন ১২২ রান।

এদিন শুরু থেকেই অজিদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা। মাহেদি-নাসুমের স্পিনে সবার আগে খেই হারান অ্যালেক্স ক্যারি। ব্যর্থ হন আরেক ওপেনার জশ ফিলিপও। ময়সেস হেনরিকসকে নিয়ে আগের ম্যাচে সর্বোচ্চ করা ইচেল মার্শ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ফলপ্রসু হয়নি। পঞ্চাশোর্ধ্ব রানের  এই জুটিতে ভাঙন ধরিয়েছেন সাকিব আল হাসান।

এই ম্যাচেও সর্বোচ্চ ৪৫ রান এসেছে মিচেল মার্শের ব্যাট থেকে। ৫ চারে ৪২ বল থেকে করা এই রানেই মূলত  রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে হেনরিকসের ব্যাট থেকে। তবে এই জুটি ভাঙার পর আবারঅ ব্যাটিং ধ্বস নেমেছে অজি ব্যাটিং লাইন আপে। 

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২৭ রান খরচায় শরিফুলের শিকার ২ উইকেট। এছাড়া ১টি উইকেট পেয়েছেন সাকিব ও মাহেদি হাসান। 

স্কোরবোর্ড 
অস্ট্রেলিয়া ১২১/৭ (২০ ওভার)
মার্শ ৪৫, হেনরিকস ৩০; মোস্তাফিজ ৩/২৩ , শরিফুল ২/২৭

এস

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিজে | এগিয়ে | যেতে | টাইগারদের | দরকার | ১২২ | রান