আর্কাইভ থেকে জাতীয়

এক দিনে আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১৮ জন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছেন ২০৮ জন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা পৌছেছে এক হাজার ৫৫ জনে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২০৮ জন এবং ঢাকার বাইরে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | দিনে | আরও | ২১৮ | ডেঙ্গু | রোগী | হাসপাতালে | ভর্তি