আর্কাইভ থেকে আন্তর্জাতিক

স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী

স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ধারায় রয়েছে। গেলো জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। সেটা নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রা ডলারের দর বৃদ্ধি পেয়েছে। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৮৪৫ ডলার ৯৬ সেন্টে। একইদিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৮৫৬ ডলার ৬০ সেন্টে। সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ফেড অতি-কঠোর মুদ্রানীতি গ্রহণ করলে ডলারের দাম বেড়ে যাবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে স্বর্ণের মূল্য কমবে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ধাতুটিতে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা। গত মাসে ইউএস ভোক্তা মূল্য সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। সবমিলিয়ে বিগত ১২ মাসে তা ঊর্ধ্বমুখী হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। প্রত্যাশার চেয়ে যা বেশি। ফলে অতি আক্রমণাত্মক মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে ফেড। এএম

এ সম্পর্কিত আরও পড়ুন স্বর্ণের | দাম | কিছুটা | নিম্নমুখী