আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিলিয়ান ম্যাজিকে সমতায় শেষ বার্সা-ইউনাইটেড ম্যাচ

ব্রাজিলিয়ান ম্যাজিকে সমতায় শেষ বার্সা-ইউনাইটেড ম্যাচ
ন্যু ক্যাম্পের প্রায় লাখখানেক দর্শককে হতাশ না করে জয়-পরাজয়ের স্বাদ পায়নি কোনো দলই। প্রথমার্ধে দুই দলই ছিল গোলহীন। কিন্তু গোলশূন্য শব্দটা শুনলে যেমন ম্যাড়ম্যাড়ে ম্যাচের ছবি চোখে ভাসে, খেলা মোটেও সে রকম হয়নি। বরং আক্রমণাত্মক ফুটবলের মহড়া সাজিয়ে প্রাণবন্ত ৯০ মিনিট উপহার দিয়েছে দুই দল। ম্যাচের প্রথম গোলটা করেছিল বার্সেলোনা, ব্রাজিলিয়ান রাপিনহা ম্যাজিকে শেষ গোলটাও। কিন্তু চার গোলের ম্যাচে মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডও জালে পাঠায় দুই গোল। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয়েছে প্রথম লেগ। ম্যাচকে ঘিরে যেন অল-আউট অ্যাটাকের পরিকল্পনাই করেছিলেন জাভি ও টেন হাগ। তাই তো প্রথম মিনিট থেকেই খোলামেলা আক্রমণ-নির্ভর ফুটবল খেলতে শুরু করে দুই দল। আক্রমণ-পাল্টা আক্রমণের পশরা সাজিয়ে গেলেও প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতির পর শুরুতে অবশ্য ডেডলক ভেঙে যায়। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নারে হেড করেন মার্কাস আলোনসো, বল চলে যায় ইউনাইটেডের জালে। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সা। তিন মিনিট পরেই অপর প্রান্তে এক কাউন্টার অ্যাটাক থেকে স্টেগানকে পরাস্ত করেন মার্কাস রাশফোর্ড। সমতা ফেরানোর মিনিট ছয়েক পরে এগিয়েও যায় ইউনাইটেড। এবারও রাশফোর্ডের ক্রস ব্রুনো ফার্নান্দেজ ও কাসেমিরো পা লাগাতে পারেননি কেউ। কিন্তু বার্সেলোনার ডিফেন্ডার জুলস কুন্দের গায়ে লেগে বল ঠিকই লেগে জালে জড়ায়। ২-১ গোলে এগিয়ে এসে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেডডেভিলরা। কিন্তু বার্সা থেমে যায়নি। ৭৬ মিনিটে লেফট উইংয়ে থাকা রাফিনহাকে পাস দেন জুলস কুন্ডে। বক্সে ভিতরে এসে দাঁড়িয়ে থাকা লেভানডফস্কিকে ক্রস করেন রাফিনহা। তবে সেই ক্রসে পা ছোঁয়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন লেভা। গোলরক্ষকের সামনে ড্রপ খেয়ে বল গড়িয়ে যায় জালে। ম্যাচে সমতায় আসে বার্সা।  

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিলিয়ান | ম্যাজিকে | সমতায় | শেষ | বার্সাইউনাইটেড | ম্যাচ