আর্কাইভ থেকে দেশজুড়ে

পুলিশি নিরাপত্তায় মিছিল করতে চায় জামায়াত

পুলিশি নিরাপত্তায় মিছিল করতে চায় জামায়াত
চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিলের অনুমতি ও সহযোগিতা চেয়ে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আবেদনটি সিএমপি কমিশনারের কার্যালয়ে নিয়ে যান অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে ১৪ জন আইনজীবী। আবেদনটি স্বাক্ষর করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের দপ্তর সম্পাদক এএইচএম কামাল। আবেদনে বলা হয়, দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচিটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এএইচএম কামাল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। আবেদনটি একজন কর্মকর্তা রিসিভ করেছেন। আশা করি পুলিশ সহযোগিতা করবে। বিশেষ শাখার উপ-কমিশনার (ডিসি) ডা. মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, মিছিল করতে হলে পুলিশের কাছে আবেদন করবে, এটা স্বাভাবিক বিষয়। আবেদনটি এখনো আমার হাত পর্যন্ত পৌঁছাইনি। এদিন জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন- অ্যাডভোকেট সৈয়দ এহতেশামুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট আফসারুর রশীদ, অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া, অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট আবুল মোজাফফর, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট আবদুল্লাহ আল গালিব, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন ও অ্যাডভোকেট মো. হারুন চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশি | নিরাপত্তায় | মিছিল | করতে | চায় | জামায়াত