আর্কাইভ থেকে বাংলাদেশ

জম্মু ও কাশ্মির পরিদর্শনে গেছে বিদেশি রাষ্ট্রদূতরা

জম্মু ও কাশ্মির পরিদর্শনে গেছে বিদেশি রাষ্ট্রদূতরা

ভারতে-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির পরিদর্শন করতে শ্রীনগরে পৌঁছেছে বিদেশি মিশনের প্রতিনিধিরা। দলে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মধ্য অ্যামেরিকার বিভিন্ন দেশের ২০ জনের বেশি প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দূত ও কূটনীতিক রয়েছে। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি কাশ্মির এবং পরদিন ১৯ ফেব্রুয়ারি জম্মু পরিদর্শন করবে তারা।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার পর জম্মু ও কাশ্মিরের আর্থ-সামাজিক পরিস্থিতি, উন্নয়নসহ বিভিন্ন কাজ খতিয়ে দেখবে রাষ্ট্রদূতরা। পাশাপাশি ভূস্বর্গে নিরাপত্তার দিকগুলোও খতিয়ে দেখবে তারা।

২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর গেল পাঁচ ফেব্রুয়ারি থেকে ৪জি মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে শ্রীনগরে। সম্প্রতি কাশ্মিরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। সফলভাবে শেষ হয়েছে ব্লক উন্নয়ন পরিষদের নির্বাচনও। পুরো এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে কী অবস্থায় আছে তা খতিয়ে দেখতেই ভূস্বর্গ সফরে গেছেন বিদেশি রাষ্ট্রদূতরা।

এর আগে গেল বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফায় জম্মু ও কাশ্মির পরিদর্শন করেন বিদেশি রাষ্ট্রদূতরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন জম্মু | ও | কাশ্মির | পরিদর্শনে | গেছে | বিদেশি | রাষ্ট্রদূতরা