আর্কাইভ থেকে ক্রিকেট

দুঃস্বপ্নের সফর শেষে রাতেই উড়াল দিবে অস্ট্রেলিয়া

দুঃস্বপ্নের সফর শেষে রাতেই উড়াল দিবে অস্ট্রেলিয়া

নানান শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশ সফরে এসেছিল ক্রিকেটের অভিজাত দল অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই সকল শর্তই মেনে নিয়েছে। তা মানতে অবশ্য মোটা অঙ্কের টাকাও খরচ হয়েছে। তবে দলটা যেহেতু অস্ট্রেলিয়া, এমন খরচে তাই আপত্তি ছিল না।
 
শর্তে ঘেরা সেই সফর এখন সমাপ্তির অপেক্ষায়। ৭ দিনের ব্যবধানে পঞ্চম ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। প্রথম ৩ ম্যাচ জিতে টাইগাররা সিরিজটা নিজেদের করে নিলেও চতুর্থ ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে সফরকারীরা। তাই বলাই যায়, লম্বা সফর পর বাংলাদেশ সফর কতটা দুঃস্বপ্নের মতো ছিল অজিদের জন্য। 

ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অজিরা এই দুঃস্বপ্নের সফর শেষে বাড়তি একদিনও বাংলাদেশে অবস্থান করছে না। পঞ্চম ম্যাচ খেলেই নিজেদের বিমানে করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিবে ম্যাথু ওয়েড-মিচেল স্টার্করা।   

জানা গেছে, ম্যাচ শেষ করেই হোটেলে ফিরে যাবে অস্ট্রেলিয়া দল। সেখানে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ দিবাগত রাত ১টায় ভাড়া করা বিশেষ বিমানে করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন ম্যাথু ওয়েডের দল। এরই মধ্যে সেই বিমানটি ঢাকায় এসে পৌঁছেছে। 

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন দুঃস্বপ্নের | সফর | শেষে | রাতেই | উড়াল | দিবে | অস্ট্রেলিয়া