রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভ্লাদিকাভকাজ শহরের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেছে নয়জন করোনা রোগী। অক্সিজেনের পাইপ বিস্ফোরণের কারণে ওই হাসপাতালে কিছু সময় অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। এতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেনের অভাব দেখা দেয়। এতেই রোগীরা মারা যায়।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় হাসপাতালটির ইনটেনসিভ কেয়ারে ৭২ জন রোগী ছিল। তবে তাদের সবার অক্সিজেনের প্রয়োজন ছিল না।
এদিকে উত্তরের মজদোক শহর থেকে ভ্লাদিকাভকাজ শহরের সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একমত হয়েছে স্থানীয় প্রশাসন। এতে অক্সিজেনের ঘাটতি মেটানো যাবে বলে আশা করা হচ্ছে।
নর্থ ওসেটিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান সের্গেই মেনিয়াইলো জানান, ভূগর্ভস্থ অক্সিজেন পাইপে বিস্ফোরণ হয়েছিল। এতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। মারা গেছে কয়েকজন।
এসএন