শিশু-কিশোরদের ওপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কতটা কার্যকর তা জানতে ট্রায়াল শুরু হয়েছে। প্রথম ধাপে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরের ওপর প্রয়োগ করা হবে এই টিকা।
অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায়, চলতি মাসে পরীক্ষামূলক এই প্রয়োগে অংশ নেবে তিন শ’র বেশি শিশু। দুই ডোজ ভ্যাকসিন ধাপে ধাপে প্রয়োগ করা হবে। এই বছরের মধ্যে তিনশো কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করতে চায় অক্সফোর্ড। এপ্রিল পর্যন্ত প্রতি মাসে তাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ কোটি ডোজ।
এদিকে, মঙ্গলবার জরুরি প্রয়োগের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এসএন