আর্কাইভ থেকে জাতীয়

সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন প্রত‌্যেক এলাকায় পাঠানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন প্রত‌্যেক এলাকায় পাঠানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না। সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী প্রথম ডোজের ভ্যাকসিন প্রত‌্যেক এলাকায় পাঠানো হয়েছে। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নারের উদ্বোধনী  অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, কোনো কোনো এলাকায় রেজিস্ট্রেশনের হার তুলনামূলক অনেক বেশি হয়ে গেছে। এ কারণে কিছু সময়ের জন্য ভ্যাকসিন স্বল্পতা দেখা দিলেও সময়মতো চাহিদামতো পাঠিয়ে দেওয়া হবে। আর ভ্যাকসিন নিতে আগ্রহী ব্যক্তি সুরক্ষা অ‌্যাপে রেজিস্ট্রেশন করলে তিনি দুদিন আগে কিংবা পরে ভ্যাকসিন অবশ্যই পাবেন।

তিনি বলেন,  শুরুতেই দেশে ৭০ লাখ ভ্যাকসিন আনা হয়েছে। কোনো কেন্দ্রে রেজিস্ট্রেশন করা ব্যক্তির সংখ্যা বেশি হলে  তারিখ কিছুটা পিছালেও ভ্যাকসিন পেতে কোনো অসুবিধা হবে না। আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আরও ২৫ লাখ ভ্যাকসিন আসবে। প্রতি মাসেই নিয়মিত ভ্যাকসিন আসতে থাকবে, ফলে কখনোই দেশে ভ্যাকসিনের অভাব হবে না।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান,মহাসচিব অধ্যাপক এম এ আজিজসহ আরও অনেকে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন সাধারণ | মানুষের | প্রয়োজন | অনুযায়ী | ভ্যাকসিন | প্রত‌্যেক | এলাকায় | পাঠানো | হয়েছে | স্বাস্থ্যমন্ত্রী