আর্কাইভ থেকে ঢালিউড

‘শিল্পী সমিতির উচিৎ ছিল পরীমণির পাশে থাকা’

‘শিল্পী সমিতির উচিৎ ছিল পরীমণির পাশে থাকা’

রাজধানীর বনানী থানায় মাদকের মামলায় চারদিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে হাজির করে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও ২ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

 দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

এদিকে মামলা চলাকালীন গত শনিবার (৭ আগস্ট) পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মামলার সুরাহা হওয়ার আগেই চলচ্চিত্র শিল্পীদের সংগঠন পরীমণির সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আবু সাইয়ীদ। এই সময়টায় শিল্পী সমিতির পরীমণির পাশে থাকা উচিৎ ছিল বলে মনে করেন তিনি।

গণমাধ্যমকে এই গুণী নির্মাতা বলেন, ‘কোনো কিছু প্রমাণের আগে সদস্যপদ প্রত্যাহারের বিষয়টি ন্যক্কারজনক মনে করেছি। মোটেও ঠিক হয়নি। সমিতির উচিত ছিল এই সময়টায় তার পাশে থাকা। তার সঙ্গে দেখা করে কথা বলার দরকার ছিল।’

ফেসবুকে এক পোস্টে নির্মাতা আবু সাইয়ীদ লেখেন, ‘পরিমণি বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তা ন্যাক্কারজনক। পরে বিস্তারিত লেখার ইচ্ছে রইলো।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন শিল্পী | সমিতির | উচিৎ | ছিল | পরীমণির | পাশে | থাকা