স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলছে। বড় বড় দেশগুলো তাদের জনসংখ্যার চেয়ে ৪/৫ গুন বেশি ভ্যাক্সিন বানিয়ে মজুদ করেছে। আমরা সাধ্যমত কিনে আনার চেষ্টা করছি। এই মাসে ১ কোটি ভ্যাক্সিন আসবে। প্রাপ্তি সাপেক্ষে দিতে থাকবো, করোনা নিয়ন্ত্রন না করতে পারলে মৃত্যু বাড়বে। অর্থনীতি ভেঙ্গে পড়ে দারিদ্রতা বাড়বে’ ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কোটি কোটি মানুষ নিবন্ধন করেছে। এখন পর্যন্ত পৌনে ২ কোটি ভ্যাক্সিন দেয়া হয়েছে। সবাইকে একসাথে দেয়া যাবে না। এক্ষেত্রে ধৈর্য ধরতে হবে।
ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনার সাথে বাড়ছে ডেঙ্গু জ্বর। হাসপাতালগুলোতে জায়গা নেই, মশা মারতে হবে। জীবিকার চে জীবন বেশি গুরুত্বপূর্ন। জীবন বাঁচিয়ে জীবিকার সন্ধান করতে হবে।