আর্কাইভ থেকে দুর্ঘটনা

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ-শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ-শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ-শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই নির্মাণ-শ্রমিকের নাম আলমগীর হোসেন (২৫)। নিহত আলমগীর হোসেন ভোলা সদর উপজেলার বাজার হাওলা গ্রামের মৃত ইউসুফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী জানান, আমরা যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করি। প্রতিদিনের মতো আমরা প্লাস্টারের কাজ করছিলাম। ওই ভবনের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। আমরা প্লাস্টারের কাজ করার সময় স্টিলের একটি বার বিদ্যুতের তারে লাগে, স্টিলের বারটি তারের সাথে লাগার সাথে সাথেই আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে এক নির্মাণ-শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসেছে। আসার পরপরই তিনি মারা যান।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন যাত্রাবাড়ীতে | বিদ্যুৎস্পৃষ্টে | নির্মাণশ্রমিকের | মৃত্যু