এবার দাবানলে পুড়ছে ফ্রান্সের বনভূমি। তুরস্ক, গ্রিস, ইতালির পর ফ্রান্সেও ভয়ঙ্কর রূপ নিয়েছে দাবানল।
শুকনো গরম ও প্রবল হাওয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে দেশটির বিস্তৃণ এলাকায়। এতে দক্ষিণ ফ্রান্সের অন্তত ৪০ কিলোমিটার বনভূমি জ্বলছে। যদিও সাতশ দমকল ইউনিট আগুন নেভানোর কাজ করছে সেখানে। ইতোমধ্যে ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র।
তবে, দাবানলের কারণে এখন পর্যন্ত কেউ মারা যায়নি বা গুরুতর আহত হয়নি বলে জানায় দমকল বিভাগ। আগামী কয়েকদিন এইরকম আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে দাবানল আরও ছড়াতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তারা।