গাজা ও লেবাননজুড়ে ইসরাইলি হামলায় গেলো ২৪ ঘণ্টায় নিহত আরও ৪৫ জন। যার মধ্যে ফিলিস্তিনের গাজায় ২৪ জন এবং লেবাননে ২১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তুরষ্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ২৪ জন ফিলিস্তিনি। ফলে গেলো অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩,৭৩৬ জনে। এর পাশাপাশি, আহত হয়েছেন আরও ১ লাখ ৩৩ হাজার ৩৭০ জন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ২১ জন লেবানিজ নিহত হয়েছেন। অক্টোবর থেকে চলমান এই হামলায় লেবাননে এখন পর্যন্ত, মোট ৩,৩৮৬ জন নিহত এবং ১৪,৪০০ জনের বেশি আহত হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল হামলা শুরু করেছে, এবং পাল্টা আক্রমণে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
জেডএস/